BANGLADESHI

DIASPORA

NATIONALIST

ALLIANCE

BANGLADESHI

DIASPORA

NATIONALIST

ALLIANCE

BANGLADESHI

DIASPORA

NATIONALIST

ALLIANCE

তারেক রহমানের ভূমিকম্প-বার্তা: শোক, সংহতি ও কঠোর বার্তা সরকারের প্রতি 

তারেক রহমানের ভূমিকম্প-বার্তা: শোক, সংহতি ও কঠোর বার্তা সরকারের প্রতি 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার সকালের ভয়াবহ ভূমিকম্পে নিহত ও আহতদের জন্য গভীর শোক প্রকাশ করেছেন। এক লিখিত বার্তায় তিনি বলেন: 

“আজ সকাল ১০টা ৩৮ মিনিটে সংঘটিত প্রবল ভূমিকম্পে এ পর্যন্ত ৬ জনের মৃত্যু ও দুই শতাধিক মানুষ আহত হয়েছেন — এই খবরে আমি গভীরভাবে শোকাভিভূত।” 

“মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি — তিনি যেন নিহতদের জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দেন। আহতদের আশু রোগমুক্তি কামনা করি।” 

সরকারের প্রতি কঠোর সমালোচনা করে তারেক রহমান বলেন: “সরকার যদি আগে থেকেই সতর্ক থাকত, দুর্যোগ ব্যবস্থাপনা জোরদার করত — তাহলে এত প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়ানো যেত।” 

তিনি আরও বলেন: “বাংলাদেশের মানুষ ঘূর্ণিঝড়-বন্যা-ভূমিকম্পসহ সব দুর্যোগ মোকাবেলা করে বারবার ঘুরে দাঁড়িয়েছে। এবারও তার ব্যতিক্রম হবে না — জাতি এক হয়ে এই ক্ষতি কাটিয়ে উঠবে।” 

শেষে স্পষ্ট ঘোষণা দিয়ে তিনি বলেন: “বিএনপি সবসময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে, আজও আছে। আমরা যতদিন আছি, কেউ একা থাকবে না।” 

মহান আল্লাহর কাছে দোয়া করে বার্তা শেষ করেন তিনি: “আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, দেশকে রক্ষা করুন। আমীন।” 

শেয়ার করুন

Facebook
WhatsApp
X
LinkedIn