BANGLADESHI

DIASPORA

NATIONALIST

ALLIANCE

BANGLADESHI

DIASPORA

NATIONALIST

ALLIANCE

BANGLADESHI

DIASPORA

NATIONALIST

ALLIANCE

বাংলাদেশী জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য (BNDA) আনুষ্ঠানিকভাবে লক্ষ্য ও উদ্দেশ্য ঘোষণা করেছে

বাংলাদেশী জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য (BNDA) সম্প্রতি তাদের লক্ষ্য ও উদ্দেশ্য প্রকাশ করেছে। সংগঠনটি বাংলাদেশী জাতীয়তাবাদের মতাদর্শিক নীতি এবং প্রবাসী বাংলাদেশীদের ঐক্যের প্রতিশ্রুতিকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হয়েছে।

BNDA জানায়, তাদের প্রধান লক্ষ্য হলো জাতীয়তাবাদকে সার্বভৌমত্ব, আত্মনিয়ন্ত্রণ, সাংস্কৃতিক পরিচয় এবং জাতীয় ঐক্যের ভিত্তি হিসেবে সমুন্নত রাখা। একইসাথে বিশ্বব্যাপী বাংলাদেশী প্রবাসীদের জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ করে গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানবতার জন্য সম্মিলিতভাবে কাজ করাই সংগঠনের অন্যতম উদ্দেশ্য।

সংগঠনের বিবৃতিতে বলা হয়, BNDA বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধ, ঐতিহাসিক ঐতিহ্য এবং জাতীয় স্বার্থকে বৈশ্বিক অঙ্গনে তুলে ধরার জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এ লক্ষ্যে তারা গণতন্ত্র, সুশাসন এবং প্রবাসী বিষয়ক গবেষণা, প্রকাশনা ও সংবাদ কার্যক্রম চালানোর ঘোষণা দিয়েছে।

এছাড়া প্রবাসী বাংলাদেশীদের সমর্থন, মানবিক সহায়তা, সাংস্কৃতিক প্রচার, আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে অংশীদারিত্ব এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য শিক্ষা ও সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করাও সংগঠনের অগ্রাধিকার তালিকায় রয়েছে।

BNDA স্পষ্টভাবে জানিয়েছে যে, তারা স্বৈরাচার, চরমপন্থা কিংবা যেকোনো শক্তি যারা বাংলাদেশের সার্বভৌমত্ব ও জনগণের ঐক্যের জন্য হুমকি হয়ে দাঁড়ায়—তাদের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলবে। পাশাপাশি প্রবাসী পরিচয়ের ঐক্যবদ্ধ উপাদান হিসেবে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও ভাষাকে উদযাপন ও সংরক্ষণ করবে।

BNDA বিশ্বাস করে, প্রবাসী বাংলাদেশীদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই গণতন্ত্র, মানবাধিকার এবং জাতীয় স্বার্থ রক্ষার সংগ্রামকে আরও শক্তিশালী করা সম্ভব হবে।

শেয়ার করুন

Facebook
WhatsApp
X
LinkedIn